লালমনিরহাটে স্কুলছাত্রীকে হত্যা মামলায় একজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৩:১৪

লালমনিরহাট, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় জান্নাতী বেগম (১২) নামে এক স্কুলছাত্রীকে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে পুলিশ এক যুবককে গ্রেফতার  করেছে।

গতকাল বুধবার রাতে সাড়ে ১০ টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের চর ভোটমারী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযুক্ত বেলাল হোসেন (১৯) কে গ্রেফতার করে পুলিশ।

মৃত জান্নাতী বেগম উপজেলার ভোটমারী চর শৌলমার গ্রামের ফজলুল হকের মেয়ে। তিনি স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রেফতারকৃত বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে জান্নাতি বেগমকে বাড়িতে একা রেখে পাশে অসুস্থ নানিকে দেখতে যান জান্নাতীর মা। সেখান থেকে ফিরে মেয়েকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। খোঁজাখুঁজি একপর্যায়ে তাদের বাড়ির চার দিকে ভুট্টা ক্ষেত থেকে তার হাত বাঁধা মরদেহ দেখে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে কালীগঞ্জ থানার পুলিশ জান্নাতির মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় বেলালের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে মৃতের বাবা ফজলুল হক। এ মামলায় পুলিশ রাতে অভিযুক্ত বেলাল হোসেনকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, মৃত জান্নাতির মুখ থেকে গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ঘাতকরা। প্রাথমিক পর্যায়ে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃতের ভাইয়ের সঙ্গে গ্রেফতার যুবকের ভাইয়ের দ্বন্দ্ব রয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১০