ফটিকছড়িতে সাকো থেকে মোটরসাইকেল নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫২

চট্টগ্রাম (উত্তর), ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার  ফটিকছড়িতে বাঁশের সাকো দিয়ে নদী পার হওয়ার সময় মোটরসাইকেলসহ নদীতে পড়ে নুর উদ্দিন মঞ্জু (৩০) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভা ও সুয়াবিলের মাঝামাঝি সীদ্ধাশ্রম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মঞ্জু উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা গ্রামের আব্দুল মাজিদ টেন্ডল বাড়ীর নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মঞ্জু এবং তার বন্ধু তাজ উদ্দীন সুয়াবিল এলাকায় ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। সিদ্ধাশ্রম ঘাটে বাশেঁর সাকো পার হতে গিয়ে সাকো ভেঙ্গে মোটরসাইকেল সহ দুজনই হালদা নদীতে পড়ে যান। এসময় তাজ উদ্দীন পানি থেকে উঠতে পারলেও মঞ্জু নিখোঁজ হন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বাসস’কে জানান, প্রবাসী নুর উদ্দিন মঞ্জু গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল সহ নদীতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। অনেক খোাঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগীতায়  গতকাল রাত ২টার তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাইকোর্টের ৪৮টি বেঞ্চে কাল থেকে বিচারকাজ শুরু
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৭ : পুলিশ 
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
১০