দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগীয় ইজতেমার প্রস্তুতি সম্পন্ন

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:০৮
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় ইজতেমার প্রস্তুতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শওকত আত্তারি। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : কোরআন ও সুন্নাহ প্রচারে নিয়োজিত বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহার পারাবিল ময়দানে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী সুন্নাতে ভরা বিভাগীয় ইজতেমার ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

তিনদিনব্যাপী এ ইজতেমা ৩০ এপ্রিল শুরু হয়ে ২ মে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের দায়িত্বরত মুহাম্মদ শওকত আত্তারি।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিভাগীয় ইজতেমার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ইজতেমার সার্বিক নিরাপত্তার বিষয়ে মুহাম্মদ শওকত আত্তারি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা, পাঁচটি ওয়াচ টাওয়ার এবং বিশেষ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। মাঠে প্রবেশের সময় মুসল্লিদের তল্লাশি করা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও দাওয়াতে ইসলামীর কয়েক শ’ নিজস্ব নিরাপত্তাকর্মী মাঠে থাকবেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় টয়লেট এবং খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দিয়েছে পিডিবি।

এ সময় মিডিয়া সেলের অপর সদস্য মুফতি জহিরুল ইসলাম বলেন, সুফিবাদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী এই সংগঠন ২০১৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিতভাবে তিন দিনের ইজতেমা আয়োজন করে আসছে। ইজতিমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসের ভিত্তিতে ঈমান-আক্বিদা ও আমলের বিষয়ে দিন-রাত বয়ান হবে। মুসল্লিদের নামাজ, ফরজ, সুন্নাত ও নফল ইবাদতের নিয়ম-নীতি হাতে-কলমে শেখানো হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহমুদুল হক কাদেরী, মাদানী চ্যানেল বাংলার জিম্মাদার আলহাজ রিয়াজ আত্তারি, দারুল মদিনা ইসলামিক স্কুলের জিম্মাদার মোহাম্মদ বেলাল আত্তারি, খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিস জিম্মাদার ইঞ্জিনিয়ার কাওসার আত্তারি এবং ওলামা মাশায়েখ জিম্মাদার আলহাজ আমিন আত্তারি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
১০