ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৯
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। ছবি : বাসস

ঝালকাঠি, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল ৯টায়  শুরু হওয়া  “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ ” কর্মসূচির শেষ হয়েছে বিকেল ৪টায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গত বুধবার ১৬ এপ্রিল প্রশিক্ষণ শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ -পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। অন্যান্যের মধ্যে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো.বায়জিদ রায়হান ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় কুমার সেশন পরিচালনা করেন। কর্মশালায় চার উপজেলার ইউএনও, থানার অফিসার ইনচার্জ, এ্যাসিল্যান্ড, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তাসহ মোট ২৪ জন অংশ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাম আদালত পরিচালনা, প্রক্রিয়া, বিধি-বিধান ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেছেন, যা মাঠপর্যায়ে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে অভিনয় ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
১০