ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৯
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। ছবি : বাসস

ঝালকাঠি, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকাল ৯টায়  শুরু হওয়া  “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ ” কর্মসূচির শেষ হয়েছে বিকেল ৪টায়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গত বুধবার ১৬ এপ্রিল প্রশিক্ষণ শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ -পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। অন্যান্যের মধ্যে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মো.বায়জিদ রায়হান ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় কুমার সেশন পরিচালনা করেন। কর্মশালায় চার উপজেলার ইউএনও, থানার অফিসার ইনচার্জ, এ্যাসিল্যান্ড, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তাসহ মোট ২৪ জন অংশ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রাম আদালত পরিচালনা, প্রক্রিয়া, বিধি-বিধান ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেছেন, যা মাঠপর্যায়ে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের তালিকা
শান্তিতে নোবেল জিতে মাচাদো বললেন ‘আমি হতবাক’
৪২তম জাতীয় জুনিয়র দাবায় চতুর্থ রাউন্ড শেষে তিনজন খেলোয়াড় শীর্ষে
রাজধানীতে র‌্যাবের অভিযানে ১ মাদক কারবারি গ্রেফতার 
বিশ্বজুড়ে বাড়ছে পরমাণু বিদ্যুতের ব্যবহার 
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আহ্বান খেলাফত মজলিসের 
ফিলিপাইনে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত
১০