চট্টগ্রাম, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের লোহাগাড়ায় ট্রাক চাপায় আবদুল আলম (৬৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার এএসআই মনজুর আহামদ জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন সংলগ্ন মক্কা হোটেল এলাকায় রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি ট্রাক আবদুল আলম (৬৫) কে চাপা দেয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক চালক আবু’কে (৩৮) আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহত আবদুল আলম জেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে। একটি মামলায় আদালতে হাজিরা দিতে শহরে আসার জন্য বের হয়েছিলেন তিনি।