সিলেট, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)’র ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সিলেট বোর্ডে ৯৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ বাসসকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট বোর্ডের অধীনে ১৫৪টি কেন্দ্রে একযোগে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮৩ হাজার ৪২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৪৮৩ জন অংশ নিয়েছে। অনুপস্থিতির হার এক দশমিক ১৩ শতাংশ।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে-সিলেট জেলায় ৩২৮ জন, হবিগঞ্জে ২১৫ জন, মৌলভীবাজারে ১৮৯ জন ও সুনামগঞ্জ জেলায় ২১০ জন।
এর আগে, গত ১০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
প্রথমদিন বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষায় ৮৭৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। দ্বিতীয় দিন ১৫ এপ্রিল ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৩৪ জন।
এবারের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৯৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ দুই হাজার ৮৭২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন।
শিক্ষাবোর্ড জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য ছয়টি ভিজিল্যান্স টিম ও কলেজ শিক্ষকদের সমন্বয়ে ১৯টি বহিঃভিজিল্যান্স টিম রয়েছে।
১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৯৪৫টি। এর মধ্যে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০ টি ও হবিগঞ্জে ১৬৮টি।
এসএমপি’র উপকমিশনার (এসবি) আফজল হোসেন জানান, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সবগুলো কেন্দ্রের আশপাশে পোশাক ও সাদাপোশাকে অতিরিক্ত পুলিশ সদস্যরা মোতায়েন করা হয়।