শরীয়তপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু  

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:২৭

শরীয়তপুর, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার গোসাইরহাট উপজেলায় মেঘনার শাখা জয়ন্তী নদীর পাশে গতকাল মরিচ ক্ষেতে মায়ের সঙ্গে যেয়ে পানিতে ডুবে এক ভাই ও এক বোন মারা যান। 

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মৃত, দুই শিশু হলেন মো. ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬)। ইব্রাহিম ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে ও খুকু মনি সবুজ বেপারীর মেয়ে। তারা সম্পর্কে  চাচাতো ভাই-বোন।  তাদের বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। মায়েরা অন্যের জমিতে মরিচ ও সয়াবিন তোলার কাজ করেন ।

বুধবার দুপুরে শিশু দুটি তাদের মায়েদের সঙ্গে নদীর পাড়ে মরিচ ক্ষেতে যায়। কিছুক্ষণ পর হঠাৎ তারা চোখের আড়াল হলে মায়েরা বাড়িতে ফিরে খোঁজ করতে থাকেন। বাড়িতে না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নদীর পাড়ে ফিরে দেখেন শিশু দুইটির জামাকাপড় নদীর ধারে ফেলে  রাখা।

ধারনা করা হচ্ছে, তারা হয়তো গোসল করতে নেমে ছিল এবং সেখানেই ডুবে মারা যান। ওই উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের পাঁচকাঠি এলাকার জয়ন্ত নদীর খেয়াঘাটের পাশ থেকে  নদীতে ভাসমান অবস্থায় বুধবার  সন্ধা  ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন।

ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১০