চট্টগ্রামে মাদক মামলায় ট্রাক চালক ও সহকারীর যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:২৯ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৩০
আদালত ভবন। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : চার বছর আগে প্রায় ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার এক ট্রাক চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত ওই ট্রাক চালকের নাম সৈয়দ নূর (৩২) ও তার সহকারীর নাম ইমরান সাদেক (২৯)। 

তাদের দুই জনেরই বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৬ মে ভোরে নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহার ওয়াই জংশনে একটি ট্রাক থেকে ২৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সৈয়দ নূর ও ইমরানকে গ্রেফতার করে র‌্যাব-৭। 

এ সময় কক্সবাজার থেকে তারা ট্রাকে করে ইয়াবাগুলো চট্টগ্রামে নিয়ে আসছিলেন। 

ওই ঘটনায় র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক আহাম্মদ উল্যাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় তাদের দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ২৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২২ সালের ২৫ এপ্রিল সৈয়দ নূর ও ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সৈয়দকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

মামলার অপর আসামি ইমরানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 
চাকসু নির্বাচন : ৫টি ভোটকেন্দ্রে থাকবে ৬০টি গোপন ভোটকক্ষ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর
আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ছিটকে গেলেন এমবাপ্পে
বিমানের নিয়োগ পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ
জুলাই সনদ সইয়ের মাধ্যমে সবাই এক জায়গায় ঐক্যবদ্ধ হবে : শামসুজ্জামান দুদু
জমকালো আয়োজনে ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
১০