নেত্রকোনা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় আজ ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক মারা যান। যুবকের পরিচয় এখনো জানা যায়নি ।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোনা রেল সেতুর পাশে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এ যুবকের মৃত্যু হয়।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটির ছাদে চড়ে যাচ্ছিল ঐ যুবক। পথে ট্রেনটি সদরের ঠাকুরাকোনা রেলওয়ে সেতুর ওপর উঠলে সেতুর পাশে থাকা স্টিলের পিলারে ধাক্কা লেগে ঐ যুবক ছিটকে নিচে পড়ে যায়। পরে আশেপাশে থাকা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন," নিহত যুবকের বয়স ১৮-১৯ বছর হবে। এখন পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"