১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০০:২৯

নোয়াখালী, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : আটটি ডাকাতি ও একটি অস্ত্রসহ মোট দশ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী জসিমকে (৩২) নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার রাত দশটার দিকে উপজেলার মুছাপুর এলাকার আনোয়ার হোসেন টুটুলের দোকানের সামনে থেকে কোরবান আলী জসিমকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

গ্রেফতারকৃত কোরবান আলী জসিম কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর নবীর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কোরবান আলী জসিম নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগরের হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে গত ২৪ ফেব্রুয়ারি  রাতে এক ব্যবসায়ীর ঘরে ডাকাতি করে। এই ঘটনায় ওই ব্যবসায়ী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে কোরবান আলী জসিমকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় আটটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র মামলাসহ মোট দশটি মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত কোরবান আলীসহ তার দল বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আজ তাকে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সাথে থাকা অন্য অপরাধীদের নাম প্রকাশ করেছে। তাদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
১০