চুয়াডাঙ্গায় আম সংগ্রহ অভিযানের উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৪:০৩
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ অভিযানের উদ্বোধন। ছবি: বাসস

চুয়াডাঙ্গা,  ১৫ মে, ২০২৫ ( বাসস): জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের  কেদারগঞ্জ এলাকার মহলদারের আমবাগান থেকে আম পেড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

সকালে গুটি, আঁটি ও বোম্বাই জাতের আম গাছ থেকে আম পাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে চলতি মে ও আগামী জুন মাসজুড়ে চলবে আম সংগ্রহ। জেলার ৪ উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।  আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ভালো হয়েছে। 

এ জমি থেকে ৩৪ হাজার ৫০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আম চাষের সাথে জড়িত রয়েছে প্রায় ১৫ হাজার কৃষক।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত  উপ-পরিচালক  দেবাশিষ দাস, উপজেলা কৃষি অফিসার আফিরন বিনতে আজিজ, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ,  বাগান মালিক আব্দুল কুদ্দুস মহলদারসহ অনেকে।

এ সময় জেলা প্রশাসক বলেন, কোনোক্রমেই অপরিপক্ব আম গাছ থেকে আম পাড়া যাবে না। সরকারের বেধে দেওয়া নির্ধারিত দিনের আগেও গাছ থেকে আম পাড়া বা বাজারজাত করা  যাবে না। নির্দেশনা মেনে আম পাড়তে হবে। ক্ষতিকারক স্প্রে ব্যবহার বন্ধ করতে হবে।

জেলায় চলতি মৌসুমে   ১৫ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের, ২২ মে থেকে হিমসাগর, ২৮ মে থেকে ল্যাংড়া, ৫ জুন  আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলি  ও ২৮ জুন থেকে আশ্বিনা বারি-৪ জাতের আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
কেসিসির কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির সভা
বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ১,৪০৭ টন আলু
ফরিদপুরে এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ
সুনামগঞ্জে লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা বাড়লো
বাউফলে সড়কপথে শৃঙ্খলায় প্রশাসনের কঠোর অবস্থান
কুড়িগ্রামে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত
১০