
খুলনা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো. ফিরোজ শাহ্। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
সভায় ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গ্যারেজ নির্মাণের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর মৌজায় নদী তীরবর্তী ০.৯০ একর জমি অধিগ্রহণ, রূপসা মহাশ্মশানে মোরনার্স ওয়েটিং হল নির্মাণে পুরাতন ভবন অপসারণ, ওয়ার্ড অফিসের সহায়কদের ইউনিফর্ম ও গরম পোশাক এবং নিরাপত্তা প্রহরীদের গরম পোশাক সরবরাহ, বিভিন্ন শাখার আবেদন ফরমের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত হয়।
এছাড়া ৩১টি ওয়ার্ড অফিসসহ নগর ভবন ও খালিশপুর শাখা অফিসে সিটিজেন চার্টার স্থাপনের বিষয়ে একক ডিজাইন নির্ধারণ, চরের হাট রোডে বিদ্যমান কেসিসি’র মালিকানাধীন জমিতে ১৩ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের সিদ্ধান্ত হয়।
সভায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণে বাজেট কাম একাউন্টস অফিসারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমানের পরিচালনায় সভায় প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, ওজোপাডিকো, বিটিসিএল, বন বিভাগ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে, জাপানভিত্তিক দাতা সংস্থা জাইকার প্রতিনিধি দলের সঙ্গে কেসিসি’র স্ট্র্যাটেজি ফর গভর্ন্যান্স ইমপ্রুভমেন্ট-ইমপ্লিমেন্টেশন কমিটির ৫ম সভা দুপুরে ডিসির সভাপতিত্বে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা উন্নয়ন কৌশলপত্রের (২০২০-২০৩০) মধ্যমেয়াদি অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এ সভা হয়।