ঝালকাঠিতে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৫:০৮
ঝালকাঠিতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়। ছবি : বাসস

ঝালকাঠি, ১৫ মে, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। 

আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেল কক্ষে প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জেলা প্রশাসক  আশরাফুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. কাওছার হোসেন।
সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানর ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে জেলায় শহিদ ১০ জনের মধ্যে  ৯ জন বীর সন্তানের পরিবারের মাঝে  ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয় এবং  তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 

জেলা প্রশাসক বলেন, সন্তান বা স্বামী হারানো শহিদ পরিবারগুলোর এ ক্ষতি অপূরণীয়, তবে তারা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট।

এ আয়োজন জাতির প্রতি    তাদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। ৯ পরিবারকে মোট ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
১০