ঝালকাঠিতে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৫:০৮
ঝালকাঠিতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়। ছবি : বাসস

ঝালকাঠি, ১৫ মে, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। 

আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেল কক্ষে প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জেলা প্রশাসক  আশরাফুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. কাওছার হোসেন।
সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানর ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে জেলায় শহিদ ১০ জনের মধ্যে  ৯ জন বীর সন্তানের পরিবারের মাঝে  ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয় এবং  তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। 

জেলা প্রশাসক বলেন, সন্তান বা স্বামী হারানো শহিদ পরিবারগুলোর এ ক্ষতি অপূরণীয়, তবে তারা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট।

এ আয়োজন জাতির প্রতি    তাদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। ৯ পরিবারকে মোট ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত
কেসিসির কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির সভা
বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ১,৪০৭ টন আলু
ফরিদপুরে এক টাকা কেজিতে গরুর মাংস বিক্রি
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু
কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি-শাল জব্দ
সুনামগঞ্জে লোকদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশে উত্তেজনা বাড়লো
বাউফলে সড়কপথে শৃঙ্খলায় প্রশাসনের কঠোর অবস্থান
কুড়িগ্রামে ৮ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত
১০