চট্টগ্রামের কালুরঘাটে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে আনন্দ মিছিল

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৫:৪২ আপডেট: : ১৫ মে ২০২৫, ১৬:২০
কালুরঘাট সেতু নির্মাণে বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর চট্টগ্রাম সফরকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৫ মে, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুরঘাটে সেতুর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আনন্দ মিছিল করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।  

দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের অন্যতম মাধ্যম কালুরঘাট সেতু, এটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এলাকাবাসী খুবই আনন্দিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেতুর পশ্চিম প্রান্ত থেকে একটি আনন্দ মিছিল পূর্ব প্রান্তে এসে শেষ হয়।

বোয়ালখালী নাগরিক সমাজের ব্যানারে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেন।

মিছিল শেষে কালুরঘাট সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও সাংবাদিক মুস্তফা নঈমের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলীর পরিচালনায় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, শহিদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবছার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ।

সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মুস্তফা নঈম বলেন, 'একটি সেতুর জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষায় ছিলাম। সেই বহুল প্রত্যাশিত '‘কালুরঘাটে রেল ও সড়ক সেতু’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এ জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সব উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ২০১৩ সাল থেকে নতুন সেতুর দলমত নির্বিশেষে একটি প্লাটফর্মে এনে এ জনদাবিকে জোরালো করে। এরই ধারাবাহিকতায় এই আনন্দ মিছিল। শুক্রবার ১৬ মে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
১০