বাগেরহাট, ১৫ মে, ২০২৫ (বাসস): নান্দনিক খেলার মাধ্যমে ফুটবলকে উচ্চ শিখরে নিতে চান বাগেরহাটের উদীয়মান তরুণ ফুটবলার মো. শাকিল আহাদ তপু। সেই লক্ষ্যে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলেছেন ফুটবলের জাদুকরী খেলোয়াড় শাকিল। ইতোমধ্যে শাকিল দেশের প্রথম সারির জাতীয় ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা এই তরুণ ফুটবল খেলোয়াড় ক্রীড়া নৈপুণ্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন। বাগেরহাট পিসি কলেজ রোড়ের হরিনখানার বাসিন্দা বাবা মো. জাকির হোসেন পেশায় একজন দিনমজুর, মা শিউলি বেগম একজন গৃহিণী। একটি মাত্র বোন তিশা আক্তার নিকটস্থ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে ক্লাস নাইনে পড়াকালীন সময়ে শাকিল সুযোগ পান বিকেএসপিতে।
এর আগে জেলা পর্যায়ের সব খেলায় শাকিলের অংশ নেয়া তার জীবনকে বদলে দিয়েছে। বিকেএসপিতে তার ৭ বছর ব্যাপক অনুশীলন ও মাঠে প্র্যাকটিস করলেও ওই সময়ে জেলায় ফুটবল খেলার আয়োজন তেমন ছিল না।
খেলাধুলার পাশাপাশি ২০০২ সালে এসএসসি, ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেন শাকিল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি এখন শাকিল ঢাকায় উত্তরা টিমের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ খেলেন তিনি। চলতি বছর শাকিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলার আমন্ত্রণ পান, এরপর তিনি ২০ ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন।
সেই থেকেই শাকিলের যাত্রা শুরু হয় ন্যাশনাল টিমে। সাফ ২০ ন্যাশনাল টিম নেপালে চ্যাম্পিয়শিপ অর্জনের গৌরব তাকে আর কোন বাধাই আটকে রাখতে পারেনি নেপালকে হারিয়ে শাকিল জাতীয় দলে খেলার আহ্বান পেয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মালদ্বীপ এর বিপক্ষে।
শাকিল তার ক্যারিয়ার নিয়ে বলেন, ফুটবলকে আমি পেশা হিসেবে নিয়েছি, আমার সব থেকে বড় সাফল্য হলো সাফ ২০ ন্যাশনাল চ্যাম্পিয়ান হওয়া। প্রথম তিনি চট্টগ্রামের আবাহনী ক্লাবের পক্ষ হয়ে খেলেন।
বাসস’কে শাকিল জানান, মৌসুমের সাত মাস লীগ চলে, এর সঙ্গে জাতীয় দলে থাকা- এভাবেই তিনি ফুটবল নিয়ে পাড়ি দিতে চান আটলান্টিক মহাসাগর।
শাকিল কীভাবে খেলার প্রতি আগ্রহী সে বিষয়ে তার ফুফাতো ভাই শিমুল বলেন, শাকি ছোটবেলা থেকেই মাঠে ময়দানে ফুটবল খেলতো, সেই থেকে ফুটবল খেলার প্রতি ক্রমশ ঝুঁকে পড়ে। বাবা জাকির হোসেন শাকিলের এই ফুটবল খেলাকে উৎসাহ দিতেন। স্বপ্ন দেখতেন- একদিন তার ছেলে শাকিল দেশের বড় মাপের খেলোয়াড় হবে। শাকিলের মা শিউলি বেগম ফুটবল খেলা শাকিলের পেশায় পরিণত হওয়ায়- গর্বে ভরে ওঠেন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এসকেন্দার হোসেন বাসস’কে বলেন, শাকিল একসময় বাগেরহাট তথা দেশবাসীর মুখ উজ্জ্বল করবে। জাতীয় দলের একজন নিয়মিত খেলোয়াড় হিসেবে দেশে বিদেশে শাকিলের নাম ছড়িয়ে পড়েছে।