এক কার্গো এলএনজি, ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:২১
এলএনজি ও সার । ছবি কোলাজ

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার এক কার্গো এলএনজি এবং ৭০ হাজার মেট্রিক টন সার ক্রয়ে পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। 

সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত চলতি  বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে প্রায় ৫৮৬ কোটি ৪৬ লাখ টাকায় এক কার্গো এলএনজি কিনবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩২৪ কোটি ৫২ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬৬৫ মার্কিন ডলার।

আরেকটি প্রস্তাবে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরের জন্য কাফকো ১৫২ কোটি ৭১ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার প্রতি টন সারের দাম পড়বে ৪১৭ দশমিক ২৫ মার্কিন ডলার।

আজকের ক্রয় কমিটির সভায় রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের পৃথক প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর প্রতি লক্ষ্য রাখার প্রতিশ্রুতি জি৭ মন্ত্রীদের
কুলিয়ারচরে ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে তরুণ নিখোঁজ
নওগাঁ সদর উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
পটুয়াখালীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বরিশালে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তি
৪ অক্টোবর থেকে ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ
বিএনপি সরকার গঠন করলে জুলাইয়ের অংশীজন দলকে নিয়ে কাজ করবে: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে
লক্ষ্মীপুরে দুইদিন ধরে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা
১০