ময়মনসিংহ বিভাগের সেরা ক্ষুদে ক্রিকেটার নেত্রকোনার মাহিন

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৬:৪৮ আপডেট: : ১৯ জুন ২০২৫, ১৯:৪৬

নেত্রকোনা, ১৯ জুন ২০২৫ (বাসস) : নেত্রকোনার মদন উপজেলার হাওরাঞ্চলের মাহিন মিয়া ময়মনসিংহ বিভাগে  প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটার সন্ধানে বাংলাদেশ (পিকেসিএসবিডিতে) অংশ গ্রহণ করে সেরা হবার কৃতিত্ব অর্জণ করেছে। সেরা হয়ে মাহিন জাতীয় পর্যায়ে বাছাইয়ে অংশ গ্রহণের সুযোগ লাভ করেছে।  ক্রিকেট ট্যালেন্ট হান্ট ৩য় পর্ব কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকার মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে এমাসে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বাছাইয়ে অংশ নিবেন মাহিন।

মাহিন মিয়া ঐতিহ্যবাহী বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। মাহিন বাঘমারা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও মদন প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এর ভাগ্নে।  চার ভাইয়ের মধ্যে সবার ছোট মাহিন।

মাহিনের মামা তোফাজ্জল হোসেন জানান, মাহিন চার ভাইয়ের মধ্যে সবার ছোট। ও ছোটকাল থেকেই খেলাধুলা করে। মাহিন কয়েকটি ধাপ অতিক্রিম করে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে, এতে আমরা গর্ববোধ করছি। তার জন্যে সবার নিকট দোয়া চাই যেন সে চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করতে পারে।

বালালী বাঘমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদার বলেন, ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে বাছাইয়ে অংশ গ্রহণ করার বিষয়টি মাহিন আমাকে জানিয়েছে। তার এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। মাহিন খুবই হতদরিদ্র পরিবারের সন্তান। আমি চাই মাহিন জাতীয় পর্যায়েও সফলতা অর্জন করবে।

বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হক জানান, মাহিনের এ সফলতায় আমরা গর্বিত। জাতীয় পর্যায়েও মাহিন সফল হবে বলে আমার বিশ্বাস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী জানান, প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা সব সময় শিক্ষার্থীদের উৎসাহিত করি খেলাধুলায় অংশ নেয়ার জন্য।  দশম শ্রেনির শিক্ষার্থী মাহিন জাতীয় পর্যায়ে অংশ নেবে এটা হাওরাঞ্চলের মানুষের জন্য গৌরবের বিষয়। আমি চাই আগামাীতে প্রত্যেক স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে মাহিনের মত জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

মাহিন মিয়া জানায়, তার ক্রিকেট খেলা খুবই ভাল লাগে।  ভাবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলে চ্যাম্পিয়ন হতে চায়। বিকেএসপিতে ভর্তি হয়ে নিজেকে আরো সমৃদ্ধ করতে চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০