জাতীয় কবি’র জন্মবার্ষিকী উদযাপনে ৩ দিনের অনুষ্ঠান শুরু রোববার 

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৭:৫৪ আপডেট: : ২২ মে ২০২৫, ১৮:১৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে আগামী রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। 

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। অনুষ্ঠানসমূহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৫, ২৬ ও ২৭ মে, কুমিল্লায় এই অনুষ্ঠান আয়োজন করা হবে। 

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করবেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবি পৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী।

স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তৃতা করবেন- কুমিল্লা জেলা প্রশাসক  মো. আমিরুল কায়ছার। 

অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে  দেওয়া হবে।

আলোচনা শেষে একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘জয় হোক’ ও ‘মনের রং লেগেছ’ পরিবেশন করবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ এবং সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। গান পরিবেশন করবেন- বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত নৃত্য। আরমিন মুসা’র সংগীত পরিচালনায় সমবেত সংগীত পরিবেশন করবে ঘাস ফড়িং কেয়ার। সবশেষে রেবেল ব্যান্ড পরিবেশন করবে গান।

আগামী ২৬ মে, সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক অনুষ্ঠান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে স্বাগত বক্তৃতা করবেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

সাংস্কৃতিক পর্বের শুরুতে সমবেত সংগীত পরিবেশন করবেন- একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য পরিবেশন করবেন- একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। এছাড়া গান পরিবেশন করবেন- শাহিনুর আবেদিন। সমবেত সংগীত পরিবেশন করবেন- একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ। এরপর শিল্পী ফাতেমাতুজ্জোহরা নজরুল সংগীত পরিবেশন করবেন। নৃত্য সংগঠন বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস পরিবেশন করবে সমবেত নৃত্য এবং একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ ও নবীন কণ্ঠশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত সংগীত। একক সংগীত পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ সূচী, নজরুল সংগীতশিল্পী মো. সালাউদ্দিন আহম্মেদ ও বর্ণালী সরকার।

এছাড়া একাডেমির নবীন কণ্ঠশিল্পীবৃন্দ ও নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করবেন- সমবেত সংগীত এবং সমবেত নৃত্য। সবশেষে পরিবেশিত হবে নাটক ‘সেতুবন্ধ’, পরিবেশনায় থাকবে বাঁশরি রেপাট্ররি থিয়েটার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
রেলওয়েতে অগ্রিম টিকিট বিক্রি শুরু
পল্টনে ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা রিপন-নাঈমসহ ১০ জন কারাগারে
কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড নিয়ে ভুয়া তথ্য প্রচার : বাংলাফ্যাক্ট
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৫৮
পিরোজপুরে অপহরণ মামলায় তিন জনের কারাদণ্ড
১০