উপকূলীয় এলাকায় লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৯:০৪
পানির আগ্রাসন থেকে প্রাণ ও প্রকৃতি রক্ষার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

সাতক্ষীরা, ২২ মে ২০২৫ (বাসস) :  জেলার উপকূলীয় এলাকায় লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ ও প্রকৃতি রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস-২০২৫’ উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এবারের প্রাণবৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য ‘প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন’। 

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর সহযোগিতায় সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে আজ সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রাণবৈচিত্র্য সুরক্ষার দাবিতে ‘লবণ পানির আগ্রাসন থেকে উপকূলের প্রাণ ও প্রকৃতি বাঁচাও’, ‘উপকূলীয় এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ কর, প্রাকৃতিক জলাশয় উন্মুক্ত কর’, ‘লবণ পানির চিংড়ি চাষে জোনিং সিস্টেম চালু কর’, ‘কৃষিকে বাঁচাতে সেচ উপযোগী মিষ্টি পানির ব্যবস্থা কর’, ‘ব্যাঙ বাঁচাই প্রকৃতি বাঁচাই’, ‘উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ রক্ষার্থে বনায়নের উদ্যোগ গ্রহণ কর’, ‘বৃক্ষ নিধন বন্ধ কর’, ‘প্রাণবৈচিত্র্য রক্ষায় জন পরিকল্পনা চাই’, ‘বাঁচার জন্য বন চাই- সুন্দরবন নিধন নয়’, ‘অবাধে কীটপতঙ্গ ধ্বংস বন্ধ করতে হবে, প্রকৃতির লাঙল কেঁচো রক্ষা কর’, ‘রাসায়নিক কীটনাশক বন্ধ করি’, ‘উপকূলীয় জীব বৈচিত্র্য রক্ষা করি’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন কর্মসূচিতে যুব জলবায়ু যোদ্ধা স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় ও সবুজ সংহতির সদস্য শেফালী বিবির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক প্রকৌশলী শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, সবুজ সংহতির দেলোয়ারা বেগম, কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ, জেলে কোহিনুর বেগম ও বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

বক্তারা বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণ সুরক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। মানুষ প্রাণ-প্রকৃতির উপর নির্ভরশীল। আর সেই জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে। সকল শ্রেণির প্রাণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। অবাধে কোন কিছু ধ্বংস করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষার্থী-পুলিশ আলোচনা সভা অনুষ্ঠিত
রাজউকের উচ্ছেদ অভিযান: রিলিক সিটির ২২ সাইনবোর্ড জব্দ, ১০ লাখ টাকা জরিমানা
গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
১০