বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না : খাদ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:৪৫
ছবি : বাসস

ময়মনসিংহ, ২৮ মে, ২০২৫ (বাসস) : খাদ্য মজুদ সন্তোষজনক থাকায় এ বছর বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, ‘দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক, যা গত বছরের তুলনায় তিন লাখ টন বেশি মজুদের মাধ্যমে স্পষ্ট হয়েছে। চলতি বোরো মৌসুমে আবাদ ভালো হয়েছে, আর যদি আমন মৌসুমও ভালো যায়, তাহলে এ বছর বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।’

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সাথে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা, মজুদ ও বিতরণ বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন। 

খাদ্য উপদেষ্টা বলেন, ‘আজকের দিনে আমাদের খাদ্য মজুদ রয়েছে ১৫ লাখ টন, যা গত বছরের তুলনায় তিন লাখ টন বেশি। আমরা এই সন্তোষজনক অবস্থান বজায় রাখার চেষ্টা করি, কিন্তু মনে রাখতে হবে, এটি একটি চলমান প্রক্রিয়া-একদিকে যেমন সংরক্ষণ হচ্ছে, অন্যদিকে ক্রমাগত খরচও হচ্ছে। শুধু বোরো নয়, সামনে আসছে আউশ ও আমন ধানের মৌসুম। গত বছর বিদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে চাল আমদানি করতে হয়েছে। কিন্তু এবারের বোরো আবাদ এবং সম্ভাব্য আমন ফলন ভালো হলে আমরা নিজেদের চাহিদা মেটাতে পারব, আর বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।’

বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্ব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম, নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, আঞ্চলিক খাদ্য কর্মকর্তা আবু নাঈম মো. সফিউল আলম, ময়মনসিংহ জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের, শেরপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হক ভূইয়া, জামালপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, নেত্রকোণা জেলা খাদ্য কর্মকর্তা মো. মোয়েতাছেমুর রহমানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় টাইফয়েডে টিকাদান বিষয়ক কর্মশালা 
বঙ্গোপসাগরে ভাসমান বিকল ট্রলার থেকে ২৬ জেলে জীবিত উদ্ধার
মেট্রোরেলের কমলাপুর অংশের সামগ্রিক অগ্রগতি ৬৪.২৩%
শহিদুল আলমকে আটকের ঘটনায় জামায়াতের নিন্দা
শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান
ফেন্সিং কোচদের নিয়ে কাল শুরু অলিম্পিক সলিডারিটি টেকনিক্যাল কোর্স
বাংলাদেশে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌ জাহাজ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে লিফলেট বিতরণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০
জামায়াতের আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০