চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, ‘জাতীয় প্রয়োজনের কথা মাথায় রেখে নার্সিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে একটি বিশ্বমানের ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে।’

আজ বুধবার চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজারে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

মেয়র এ পরিদর্শনকালে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবলসংকট সম্পর্কে অবগত হন এবং এ সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চসিক পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট ইতোমধ্যে দক্ষ মিডওয়াইফ তৈরি করে মা ও শিশুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এই সফলতা আরও বিস্তৃত করতে চাই। প্রয়োজনে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো নার্সিং খাতে অগ্রসর দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষক এনে নার্সদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শুধু একটি বাণিজ্যিক শহর নয়, এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে। এজন্য নার্সিং শিক্ষার মান উন্নয়ন জরুরি।’

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০