চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলা হবে : চসিক মেয়র

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৮:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, ‘জাতীয় প্রয়োজনের কথা মাথায় রেখে নার্সিং খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে একটি বিশ্বমানের ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে।’

আজ বুধবার চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গী বাজারে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

মেয়র এ পরিদর্শনকালে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবলসংকট সম্পর্কে অবগত হন এবং এ সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চসিক পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট ইতোমধ্যে দক্ষ মিডওয়াইফ তৈরি করে মা ও শিশুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা এই সফলতা আরও বিস্তৃত করতে চাই। প্রয়োজনে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো নার্সিং খাতে অগ্রসর দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষক এনে নার্সদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম শুধু একটি বাণিজ্যিক শহর নয়, এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে। এজন্য নার্সিং শিক্ষার মান উন্নয়ন জরুরি।’

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
জামিন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে 
চট্টগ্রামে ৪ বছর আগে পুত্রবধূ হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই
১০