কুমিল্লায় ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একলাখ টাকা জরিমানা 

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২০:৩০
ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একলাখ টাকা জরিমানা । ছবি : বাসস

কুমিল্লা, ২৮ মে ২০২৫ (বাসস) : জেলার মুরাদনগর উপজেলায় আজ অনুমোদনহীন ও ভেজাল পণ্য উৎপাদনের দায়ে ‘মিরাজ ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির মালিককে তিনমাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। 

অভিযানকালে কুমিল্লায় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ ও মুরাদনগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানকালে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়। কাপড়ের রঙ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে টমেটো সস, ভিনেগার, মটরশুটি, বেকিং পাউডার ও অরেঞ্জ জেলিসহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

ভ্রাম্যমান আদালতের বিচারক সাকিব হাসান খান জানান, অনুমোদনহীন এ কারখানায় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে একলাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠনটির মালিককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০