সিলেটের কানাইঘাটে শ্রমিক নেতা খুন

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২০:৩৭
নিহত জামায়াত নেতা শিহাব উদ্দিন। ছবি : বাসস

সিলেট, ২৮ মে, ২০২৫ (বাসস) : জেলার কানাইঘাটে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর শ্রমিক উইং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শিহাব উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় অতর্কিত হামলার শিকার হন শিহাব। পরে, স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতারে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা আবু তালহা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, তার ভাই শিব্বির আহমদ ও জামাল গং পরিকল্পিতভাবে শ্রমিক নেতা শিহাবকে খুন করেছে। হামলার আগে থেকেই তারা হুমকি দিয়ে আসছিল। গতরাতে গ্রামের পাশে বালু-পাথর আনলোড করার সময় তারা অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

গত ৫ আগস্টের পরও আওয়ামী লীগের এই নেতারা চাঁদাবাজিসহ নানা অপকর্ম অব্যাহত রাখে। এই নিয়ে শিহাবের সঙ্গে সম্প্রতি তাদের বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার হামলা চালায় তারা।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, নিহত শিহাবের মরদেহ পোস্ট মর্টেমের পর আজ রাতে দাফন করার কথা রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে একাধিক টিম কাজ শুরু করেছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০