পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প 

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:০৩
পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প। ছবি: বাসস

পাবনা, ২৮ মে, ২০২৫ (বাসস): সেনাবাহিনীর উদ্যোগে জেলায় আজ দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

ক্যাম্পেইনে নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দু:স্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ সরবরাহ করেন। 

পাবনা সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ছয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে এই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

গত ২৫ মে থেকে এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিট। স্থানীয় এলাকায় তিন দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারণা কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত।

গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌ জাহাজ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে লিফলেট বিতরণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০
জামায়াতের আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন রোববার
অন্তর্র্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করছে : প্রধান উপদেষ্টা
সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি : ভূমি সচিব
জাপানে সুপারমার্কেটে ভালুকের আক্রমণ
হাটহাজারী নাজিরহাট কলেজে সব আর্থিক লেনদেনে মাউশি’র নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
১০