পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প 

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:০৩
পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প। ছবি: বাসস

পাবনা, ২৮ মে, ২০২৫ (বাসস): সেনাবাহিনীর উদ্যোগে জেলায় আজ দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

ক্যাম্পেইনে নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দু:স্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ সরবরাহ করেন। 

পাবনা সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ছয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে এই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

গত ২৫ মে থেকে এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিট। স্থানীয় এলাকায় তিন দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারণা কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত।

গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস
হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
১০