পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প 

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:০৩
পাবনায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প। ছবি: বাসস

পাবনা, ২৮ মে, ২০২৫ (বাসস): সেনাবাহিনীর উদ্যোগে জেলায় আজ দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

ক্যাম্পেইনে নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দু:স্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ সরবরাহ করেন। 

পাবনা সরকারি কলেজে ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ছয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যোগে এই বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

গত ২৫ মে থেকে এর প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিট। স্থানীয় এলাকায় তিন দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারণা কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্রোতভাবে জড়িত।

গত বছরের জুলাই মাস থেকে পাবনায় ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর একটি ইউনিট জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি 
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
১০