কক্সবাজারে ঘুষের টাকাসহ দালাল আটক করেছে দুদক

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:০৫
প্রতীকী ছবি। পেক্সেলস

কক্সবাজার, ২৪ মে, ২০২৫ (বাসস): কক্সবাজারে ফাঁদ পেতে ঘুষের টাকাসহ কামরুল হাসান নামের একজন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ দুপুরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে, সকালে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

কামরুল হাসান জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বিন্দা পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আদালতে দুদক-এর আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, আটক কামরুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। 

মামলার এজাহারে বলা হয়েছে, কুতুবদিয়া উপজেলার বাসিন্দা আজিজুল হক নামের এক ব্যক্তির কক্সবাজার জেলা পরিষদের জমিতে ৬টি দোকান নির্মাণ করে মাসিল ৬ হাজার ২৪০ টাকা করে জেলা পরিষদকে ভাড়া দিয়ে আসছে। এরই মধ্যে আজিজুল হকের কাছ থেকে ৩ লাখ টাকা ঘুষ দাবি করে জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিম। এরই প্রেক্ষিতে আজিজুল হক প্রথমে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলে জেলা পরিষদে রেজাউল করিমের কক্ষে যান। এ সময় রেজাউল করিম ৫০ হাজার টাকা নিয়ে পাশে অবস্থান করা কামরুল হাসানের হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যান। ফাঁদ পেতে অবস্থান নেয়া দুদক-এর টিম দ্রুত রুমে ঢুকে ৫০ হাজার টাকাসহ কামরুল হাসানকে আটক করে। 

পরে এ ঘটনায় দুদক-এর কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে রেজাউল করিম ও কামরুল হাসানের বিরুদ্ধে একটি মামলা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক 
মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সদস্যদের সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন 
৬৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার 
সীমানা নিয়ে তৃতীয় দিনের শুনানি: ৩০৯ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে ‘স্টোররেন্ট’ একমাস স্থগিত
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
১০