টেকনাফের হোয়াইক্যং সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ 

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:০৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস) : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মো. ইকরাম (২৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফের দিকে যাচ্ছে। এ তথ্যের প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিজিবি’র হোয়াইক্যং চেকপোস্টে টহল জোরদার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা মেইন রোডে ব্লক দিয়ে থামানোর চেষ্টা করে। 

এ সময় মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত বিজিবি সদস্যরা  পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে মোটরসাইকেল পড়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল দক্ষিণ হ্নীলা গ্রামের রবিউল হোসেনের ছেলে মো. ইকরামকে আটক করে। তার কাঁধের ব্যাগে বায়ুরোধী প্লাস্টিকের ট্যাপ দ্বারা প্যাঁচানো ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে টাকার বিনিময়ে এই ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস
হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
১০