সিলেট রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:১০

সিলেট, ২৮ মে, ২০২৫ (বাসস) : সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক।

আজ বুধবার দুপুর থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযানে স্টেশন এলাকায় নানা অনিয়মের সত্যতা পায় কমিশনের আট সদস্যের একটি দল।

দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, স্টেশনে টিকিট কালোবাজারির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, রেলযাত্রায়  প্রতি মাসে  প্রসাধনী খাতে ৬০ লাখ টাকা লোপাটের প্রাথমিক তথ্যও উঠে এসেছে।

প্ল্যাটফর্ম উন্নয়ন প্রকল্পে নকশা অনুমোদন ছাড়াই প্রায় ২ কোটি টাকার কাজ করা হয়েছে বলে জানা যায়। এছাড়া, সহকারী প্রকৌশলী আজমাইনের বিরুদ্ধে রেলের বিভিন্ন সম্পত্তি বিক্রির অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে।

রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসাধনী খাতে কেনাকাটার বিষয়টি সিলেট স্টেশনের আওতার বাইরে, এটি হয় কমলাপুর থেকে।’

এসব অভিযোগে বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌ জাহাজ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে লিফলেট বিতরণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০
জামায়াতের আমিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন রোববার
অন্তর্র্বর্তীকালীন সরকার ডাক বিভাগকে যুগোপযোগী করতে কাজ করছে : প্রধান উপদেষ্টা
সততা ও নৈতিকতার জাদুতেই দূর হবে দুর্নীতি : ভূমি সচিব
জাপানে সুপারমার্কেটে ভালুকের আক্রমণ
হাটহাজারী নাজিরহাট কলেজে সব আর্থিক লেনদেনে মাউশি’র নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
১০