সিলেট রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:১০

সিলেট, ২৮ মে, ২০২৫ (বাসস) : সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক।

আজ বুধবার দুপুর থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযানে স্টেশন এলাকায় নানা অনিয়মের সত্যতা পায় কমিশনের আট সদস্যের একটি দল।

দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, স্টেশনে টিকিট কালোবাজারির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, রেলযাত্রায়  প্রতি মাসে  প্রসাধনী খাতে ৬০ লাখ টাকা লোপাটের প্রাথমিক তথ্যও উঠে এসেছে।

প্ল্যাটফর্ম উন্নয়ন প্রকল্পে নকশা অনুমোদন ছাড়াই প্রায় ২ কোটি টাকার কাজ করা হয়েছে বলে জানা যায়। এছাড়া, সহকারী প্রকৌশলী আজমাইনের বিরুদ্ধে রেলের বিভিন্ন সম্পত্তি বিক্রির অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে।

রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসাধনী খাতে কেনাকাটার বিষয়টি সিলেট স্টেশনের আওতার বাইরে, এটি হয় কমলাপুর থেকে।’

এসব অভিযোগে বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি 
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
১০