সিলেট রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২১:১০

সিলেট, ২৮ মে, ২০২৫ (বাসস) : সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক।

আজ বুধবার দুপুর থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযানে স্টেশন এলাকায় নানা অনিয়মের সত্যতা পায় কমিশনের আট সদস্যের একটি দল।

দুদকের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, স্টেশনে টিকিট কালোবাজারির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, রেলযাত্রায়  প্রতি মাসে  প্রসাধনী খাতে ৬০ লাখ টাকা লোপাটের প্রাথমিক তথ্যও উঠে এসেছে।

প্ল্যাটফর্ম উন্নয়ন প্রকল্পে নকশা অনুমোদন ছাড়াই প্রায় ২ কোটি টাকার কাজ করা হয়েছে বলে জানা যায়। এছাড়া, সহকারী প্রকৌশলী আজমাইনের বিরুদ্ধে রেলের বিভিন্ন সম্পত্তি বিক্রির অভিযোগেরও প্রমাণ পাওয়া গেছে।

রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসাধনী খাতে কেনাকাটার বিষয়টি সিলেট স্টেশনের আওতার বাইরে, এটি হয় কমলাপুর থেকে।’

এসব অভিযোগে বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস
হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
১০