পঞ্চগড়ে ধর্ষণ মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২২:১৯

পঞ্চগড়, ২৮ মে ২০২৫ (বাসস): জেলায় আজ ধর্ষণ মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার বিকেলে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আমিনুল ইসলাম (৩০), অমর চন্দ্র (৩৮), নজরুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ফতেহপুর এলাকার সবুজ আলী (৩৩)।

এই মামলার আরেক আসামি আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার রাজু ইসলামের বয়স ১৮ বছরের কম হওয়ার তার বিচার শিশু আদালতে সম্পন্ন হচ্ছে। তার বিষয়ে এখনো রায় দেয়নি আদালত।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসান হাবিব। 

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলার পানিহাগা এলাকার দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে ধর্ষণের শিকার হন। পরে স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন আটোয়ারী থানায় অভিযুক্ত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আদালত বুধবার রায় ঘোষণা করেন।  

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং জনপ্রতি একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদণ্ড প্রদান করেছেন। তবে মামলার আরেক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারকার্য চলমান রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০