পঞ্চগড়ে ধর্ষণ মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ২২:১৯

পঞ্চগড়, ২৮ মে ২০২৫ (বাসস): জেলায় আজ ধর্ষণ মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার বিকেলে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার হাসান আলী (২৫), পুরাতন আটোয়ারী এলাকার সাইফুল ইসলাম (৫১), একই এলাকার আমিনুল ইসলাম (৩০), অমর চন্দ্র (৩৮), নজরুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ফতেহপুর এলাকার সবুজ আলী (৩৩)।

এই মামলার আরেক আসামি আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার রাজু ইসলামের বয়স ১৮ বছরের কম হওয়ার তার বিচার শিশু আদালতে সম্পন্ন হচ্ছে। তার বিষয়ে এখনো রায় দেয়নি আদালত।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন আহসান হাবিব। 

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলার পানিহাগা এলাকার দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে ধর্ষণের শিকার হন। পরে স্থানীয়রা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন আটোয়ারী থানায় অভিযুক্ত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আদালত বুধবার রায় ঘোষণা করেন।  

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত ৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং জনপ্রতি একলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদণ্ড প্রদান করেছেন। তবে মামলার আরেক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচারকার্য চলমান রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ২০২৫ সালের পাঁচ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা
নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২,২৪৪  মামলা 
চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট
এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
জুলাই সনদের স্বার্থকর্তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ড. বদিউল আলম 
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন
সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানী সম্পন্ন
অক্সফোর্ডের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক তারিকুল ইসলাম
১০