পাবনায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৩:৫৯

পাবনা, ২৯ মে, ২০২৫ (বাসস): জেলার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত   হয়েছে। 

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২), সন্ন্যাসী বাধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মোটরসাইকেলযোগে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়িতে যাওয়ার সময় ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি হতে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক মুন ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এতে মোটরসাইকেল আরোহী সৌরভের ডান পা ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কারও পরিবার এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে। তবে ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ প্রেস সচিবের
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড টেস্ট দলে পাঁচ নতুন মুখ
দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ
মাদ্রিদে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪
কিশোরগঞ্জে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
জুলাই সনদ যথাযথ বাস্তবায়ন না হলে সংকট দূর হবে না : সারজিস আলম
ফ্লোটিলা আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে নিন্দা তুরস্কের
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণশৈলী উন্নত করতে হবে : তথ্য উপদেষ্টা
বাণিজ্য চুক্তির পর ভারতে বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার
১০