ময়মনসিংহে ওজোন স্তর সুরক্ষায় বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৪:২২ আপডেট: : ২৯ মে ২০২৫, ১৫:২৪
ছবি : বাসস

ময়মনসিংহ, ২৯ মে, ২০২৫ (বাসস) : ময়মনসিংহে ওজোন স্তর সংরক্ষণে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল দশটায় শহরের কাচিঝুলি এলাকার একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের পরিচালক গোলাম মোস্তফা, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। 

মূল অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই সেমিনারে ‘বাংলাদেশে মন্ট্রিয়াল প্রটোকল বাস্তবায়ন’ বিষয়ক আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ওজোন স্তর রক্ষায় গৃহীত মন্ট্রিয়াল প্রটোকল ও এর কিগালি সংশোধনী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখছে। 

তিনি আরো বলেন, বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিয়াল প্রটোকল অনুস্বাক্ষর করে এবং ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক নিয়ন্ত্রণে সফল পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে সিএফসি, এইচসিএফসি ও এইচএফসি জাতীয় গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে।

অনুষ্ঠান বক্তারা ওজোন স্তর সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ ২০২৫ সালের পাঁচ মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে: বিডা
নোয়াখালীতে ফ্রি চিকিৎসা পেলো বেদে সম্প্রদায়ের মানুষ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২,২৪৪  মামলা 
চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট
এসএ টি২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার
জুলাই সনদের স্বার্থকর্তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ড. বদিউল আলম 
বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন
সাংবাদিক হত্যা চেষ্টায় সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লালসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে এক বিচারপতির বিষয়ে চূড়ান্ত শুনানী সম্পন্ন
অক্সফোর্ডের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেলেন জাবি শিক্ষক তারিকুল ইসলাম
১০