ময়মনসিংহে ওজোন স্তর সুরক্ষায় বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৪:২২ আপডেট: : ২৯ মে ২০২৫, ১৫:২৪
ছবি : বাসস

ময়মনসিংহ, ২৯ মে, ২০২৫ (বাসস) : ময়মনসিংহে ওজোন স্তর সংরক্ষণে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল দশটায় শহরের কাচিঝুলি এলাকার একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের পরিচালক গোলাম মোস্তফা, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। 

মূল অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই সেমিনারে ‘বাংলাদেশে মন্ট্রিয়াল প্রটোকল বাস্তবায়ন’ বিষয়ক আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ওজোন স্তর রক্ষায় গৃহীত মন্ট্রিয়াল প্রটোকল ও এর কিগালি সংশোধনী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখছে। 

তিনি আরো বলেন, বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিয়াল প্রটোকল অনুস্বাক্ষর করে এবং ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক নিয়ন্ত্রণে সফল পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে সিএফসি, এইচসিএফসি ও এইচএফসি জাতীয় গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে।

অনুষ্ঠান বক্তারা ওজোন স্তর সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
১০