ময়মনসিংহে ওজোন স্তর সুরক্ষায় বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৪:২২ আপডেট: : ২৯ মে ২০২৫, ১৫:২৪
ছবি : বাসস

ময়মনসিংহ, ২৯ মে, ২০২৫ (বাসস) : ময়মনসিংহে ওজোন স্তর সংরক্ষণে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল দশটায় শহরের কাচিঝুলি এলাকার একটি রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের পরিচালক গোলাম মোস্তফা, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। 

মূল অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই সেমিনারে ‘বাংলাদেশে মন্ট্রিয়াল প্রটোকল বাস্তবায়ন’ বিষয়ক আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ওজোন স্তর রক্ষায় গৃহীত মন্ট্রিয়াল প্রটোকল ও এর কিগালি সংশোধনী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখছে। 

তিনি আরো বলেন, বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিয়াল প্রটোকল অনুস্বাক্ষর করে এবং ওজোন স্তর ক্ষয়কারী রাসায়নিক নিয়ন্ত্রণে সফল পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে সিএফসি, এইচসিএফসি ও এইচএফসি জাতীয় গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে।

অনুষ্ঠান বক্তারা ওজোন স্তর সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং একটি বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস
হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
১০