জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের নেতৃত্ব উদাহরণ সৃষ্টি করেছে: ফরাসি দূতাবাস

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৪:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে ফ্রান্স জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা মিশনে বাংলাদেশের নেতৃত্ব উদাহরণ সৃষ্টি করেছে বলে অভিহিত করেছে।

ঢাকাস্থ ফরাসি দূতাবাস আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই বিশেষ দিনে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রশংসনীয় নেতৃত্ব ও দৃঢ় অঙ্গীকারের জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।’

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ফ্রান্স দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে দেশটি শক্তিশালী ও আধুনিক শান্তিরক্ষা কার্যক্রমে সমর্থন দিয়ে যাচ্ছে। পাশাপাশি, এসব মিশনের পরিচালনা ব্যয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ফরাসি দূতাবাস জানায়, ‘বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান বৈশ্বিক শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি আমাদের যৌথ অঙ্গিকারকে তুলে ধরে।’

বিবৃতিতে বলা হয়, প্রতিবছর ২৯ মে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করে। এদিন বিশ্বের সর্বাধিক ঝুঁকিপূর্ণ পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশগুলোও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০২ সালে দিবসটি ঘোষণা করে। শান্তিরক্ষা মিশনে কর্মরত নারী-পুরুষ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শান্তির জন্য আত্মদানকারীদের স্মরণে দিবসটি উদযাপন করা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যালয় জানিয়েছে, এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘শান্তিরক্ষার ভবিষ্যত’।

জাতিসংঘের তথ্যমতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য প্রেরণে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম অবদানকারী দেশ এবং বর্তমানে ৫৬০০ এর বেশি সদস্য নিয়োজিত আছেন যার মধ্যে ৪৪৭ জন নারী। তাঁরা আবায়ি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লেবানন ও দক্ষিণ সুদানসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত আছেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিল আবু সাঈদ : চিফ প্রসিকিউটর
বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির যৌক্তিকতা নিরীক্ষায় কমিটি গঠন
পটিয়ায় ফুটপাত দখল ও অনুমোদনহীন স্থাপনা নির্মাণের দায়ে জরিমানা
কোচ কোভাচের সাথে চুক্তি নবায়ন করেছে ডর্টমুন্ড
দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই: অ্যাটর্নি জেনারেল
মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার কালু হাওলাদার গ্রেফতার
রাজধানীর জোয়ার সাহারায় মসজিদ ও মন্দিরের জন্যে রেলের জমি বরাদ্দ 
সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারী গ্রেপ্তার  
হত্যাচেষ্টা মামলায় ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে
ডিসেম্বরে শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ : পর্যটন উপদেষ্টা 
১০