নরসিংদীতে ৩ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৩:২৩
রোববার নরসিংদীতে ৩ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়। ছবি: বাসস

নরসিংদী, ১ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথের নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউন এর যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯ টায় নরসিংদী রেলস্টেশনে এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালক ও লোকোমাস্টারসহ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় ট্রেন যাত্রীদেরদের মধ্যে মিষ্টি বিতরণ করে নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরাম।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নতুন যাত্রাবিরতি করা ৩টি ট্রেনসহ এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্ত:নগর ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ টি।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েল জানান, নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদী স্টেশনে আন্তঃনগর মহানগর প্রভাতী, মহানগর গোধূলী ও উপবন এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে রেল মন্ত্রণালয়। নতুন করে ৩ টি ট্রেনের যাত্রাবিরতিতে হাজারো ট্রেন যাত্রীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী বলেন, দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটসহ কৃষি ও শিল্পসমৃদ্ধ এবং শিক্ষাক্ষেত্রে এ জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে এ জেলার যোগাযোগের ক্ষেত্রে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রেলপথ মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে যাত্রাবিরতির অনুমতি দেয়ায় জেলাবাসী উপকৃত হবেন।

অনুষ্ঠানে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আব্দুল মান্নান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহিরুল ইসলাম, নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি মো: আমজাদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০