সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৩:৫৫
ছবি : বাসস

সিলেট, ১ জুন, ২০২৫ (বাসস) : জেলার গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে টিলা ধসে একই পরিবারের চারজনের প্রাণহানি হয়েছে।

গোলাপগঞ্জ থানা সূত্রে জানা যায়, আজ শনিবার দিবাগত মধ্যরাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

এতে প্রাণ হারিয়েছেন, বখতিয়ার ঘাট গ্রামের বাসিন্দা আসিদ আলীর পুত্র মো. রিয়াজ উদ্দিন (৫৫), রিয়াজের স্ত্রী রহিমা বেগম (৪০), কন্যা সামিয়া বেগম (১৪) ও পুত্র আলী আব্বাস (৯)।

স্থানীয়রা জানান, দিনমজুর রিয়াজ উদ্দিন টিলার পাশে নির্মিত একটি আধা পাকা ঘরে সপরিবারে বাস করতেন। প্রবল বর্ষণের ফলে রাত ২ টার দিকে টিলার একটি অংশ ধসে তার ঘরের ওপর পড়ে।

এ সময় টিলার মাটি চাপায় ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় তারা লাশ উদ্ধার করতে সক্ষম হন।

সুরতহাল শেষে দাফনের জন্য লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০