সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৩:৫৫
ছবি : বাসস

সিলেট, ১ জুন, ২০২৫ (বাসস) : জেলার গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে টিলা ধসে একই পরিবারের চারজনের প্রাণহানি হয়েছে।

গোলাপগঞ্জ থানা সূত্রে জানা যায়, আজ শনিবার দিবাগত মধ্যরাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

এতে প্রাণ হারিয়েছেন, বখতিয়ার ঘাট গ্রামের বাসিন্দা আসিদ আলীর পুত্র মো. রিয়াজ উদ্দিন (৫৫), রিয়াজের স্ত্রী রহিমা বেগম (৪০), কন্যা সামিয়া বেগম (১৪) ও পুত্র আলী আব্বাস (৯)।

স্থানীয়রা জানান, দিনমজুর রিয়াজ উদ্দিন টিলার পাশে নির্মিত একটি আধা পাকা ঘরে সপরিবারে বাস করতেন। প্রবল বর্ষণের ফলে রাত ২ টার দিকে টিলার একটি অংশ ধসে তার ঘরের ওপর পড়ে।

এ সময় টিলার মাটি চাপায় ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় তারা লাশ উদ্ধার করতে সক্ষম হন।

সুরতহাল শেষে দাফনের জন্য লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ 
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১০