হাতিয়ায় ট্রলার ডুবি : মেঘনা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৩০

লক্ষ্মীপুর, ১ জুন, ২০২৫ (বাসস) : নোয়াখালীর হাতিয়ায় নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদীতে থেকে ভাসমান এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিবির হাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শনিবার হাতিয়ার মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল ৭ জন। নিখোঁজদের মধ্যে নিহত হাসিনাও ছিলেন বলে জানান তারা। নিহত নারীর নাম হাসিনা আক্তার। তার বাবার নাম আবুল হাসান এবং মায়ের নাম মাহমুদা খাতুন ও স্বামীর নাম মো. তারেক বলে জানা গেছে। তার এফসিএন নং-৫০৫২৩৩ ও ক্লাস্টার নং-৬১।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতেই তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত করা পর্যন্ত আমরা কোন কিছু নিশ্চিত করতে পারছি না।  ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ 
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১০