খ্যাতিমান নাট্য সংগঠক এনামুল মুনির আর নেই

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৪৮

সিলেট, ১ জুন, ২০২৫ (বাসস) : সিলেটের খ্যাতিমান নাট্য সংগঠক, অভিনেতা ও নির্দেশক এনামুল মুনির (৬৩) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় পরিষদের সদস্য ও বিশিষ্ট নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো এনামুল মুনিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে এনামুল মুনির স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার বাদ জোহর সিলেট নগরের কুমারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে, এনামুলের মুনিরকে মানিকপীর টিলাস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।

এনামুল মুনির ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নাট্য অভিনেতা, নাট্য রচয়িতা ও নাট্য নির্দেশক। 

তিনি সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। নাট্য সংগঠন ‘কথাকলি’র সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

সিলেটের নাট্যাঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০