মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আরও ১১ জনকে পুশইন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৫৩

সিলেট, ১ জুন, ২০২৫ (বাসস): মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (৩১ মে) ভোরে এই ১১ জনকে পুশইন করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম বাসস’কে জানিয়েছেন, বিজিবি তাদের আটকের পর থানায় হস্তান্তর করে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতদের মধ্যে ছয় জন দিনাজপুরের, তিন জন ঠাকুরগাঁওয়ের ও দুইজন রংপুরের বাসিন্দা।

তারা হলেন- দিনাজপুরের মো. আল আমীন (৩০), মো. মকবুল (৬০), মো. সেলিম রেজা (২০), মো. খলিলুর রহমান (২০), মো. নাজমুল (৩৩) ও জাহাঙ্গীর আলম (৩০)।

ঠাকুরগাঁওয়ের মো. জহিরুল ইসলাম (২৫), মো. রহমান আলী (৪০) ও মো. মনিরুল ইসলাম (২৮)।

রংপুরের আরিফুল ইসলাম (২০) ও মো. হাদিকুল আলম (১৮)।

বিজিবি সূত্র জানায়, এ পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ
পূঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত
১০