মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে আরও ১১ জনকে পুশইন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৫৩

সিলেট, ১ জুন, ২০২৫ (বাসস): মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (৩১ মে) ভোরে এই ১১ জনকে পুশইন করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম বাসস’কে জানিয়েছেন, বিজিবি তাদের আটকের পর থানায় হস্তান্তর করে। পরিচয় শনাক্ত হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতদের মধ্যে ছয় জন দিনাজপুরের, তিন জন ঠাকুরগাঁওয়ের ও দুইজন রংপুরের বাসিন্দা।

তারা হলেন- দিনাজপুরের মো. আল আমীন (৩০), মো. মকবুল (৬০), মো. সেলিম রেজা (২০), মো. খলিলুর রহমান (২০), মো. নাজমুল (৩৩) ও জাহাঙ্গীর আলম (৩০)।

ঠাকুরগাঁওয়ের মো. জহিরুল ইসলাম (২৫), মো. রহমান আলী (৪০) ও মো. মনিরুল ইসলাম (২৮)।

রংপুরের আরিফুল ইসলাম (২০) ও মো. হাদিকুল আলম (১৮)।

বিজিবি সূত্র জানায়, এ পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০