সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৪৯
ছবি : সংগৃহীত

সিলেট, ১ জুন, ২০২৫ (বাসস) : দুই বছর আগের রেকর্ড ভেঙ্গে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৌসুমে সর্বোচ্চ ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রোববার সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শাহ মো. সজীব হোসাইন।
তিনি জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত  এই বছরের মধ্যেও সর্বোচ্চ।

এর আগে ২০২৩ সালের ২ জুলাই সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০৭ মিলিমিটার রেকর্ড হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার, ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগে, গত শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেটে ১৯৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
অতিবৃষ্টি আর ভারত থেকে নামা ঢলের কারণে সিলেটে নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি রয়েছে। কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করেছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে আরও তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের ফলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ 
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১০