সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৫:৪৯
ছবি : সংগৃহীত

সিলেট, ১ জুন, ২০২৫ (বাসস) : দুই বছর আগের রেকর্ড ভেঙ্গে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৌসুমে সর্বোচ্চ ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রোববার সকালে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শাহ মো. সজীব হোসাইন।
তিনি জানান, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৪০৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এখন পর্যন্ত  এই বছরের মধ্যেও সর্বোচ্চ।

এর আগে ২০২৩ সালের ২ জুলাই সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০৭ মিলিমিটার রেকর্ড হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার, ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং সন্ধ্যা ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগে, গত শুক্রবার ২৪ ঘণ্টায় সিলেটে ১৯৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
অতিবৃষ্টি আর ভারত থেকে নামা ঢলের কারণে সিলেটে নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি রয়েছে। কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করেছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে আরও তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের ফলে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে আটক ৫, মাছ ও নৌকা জব্দ
সিরাজগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা দাবা প্রতিযোগিতা সমাপ্ত
সেপ্টেম্বরকে মাদকবিরোধী মাস ঘোষণা করে অভিযান শুরু করেছে কারা অধিদপ্তর 
বরিশালে অসহায় পরিবারকে সেলাই মেশিন বিতরণ
পূঁজি বাজারে চাঙ্গাভাব অব্যাহত
১০