কুমিল্লায় ঘূর্ণিঝড়ে ৬২টি ট্রান্সফর্মার বিকল

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৬:০২
ছবি : বাসস

কুমিল্লা, ১ জুন, ২০২৫ (বাসস) : কুমিল্লায় ঘূর্ণিঝড়ে ৬২টি ট্রান্সফর্মার বিকল ও ৮৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। 
এবারের নিম্নচাপে ঝোড়ো হাওয়া ও ভারি বর্ষণের ফলে গত বৃহস্পতিবার রাত থেকে জেলা জুড়ে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়েছে। 

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, ২, ৩ ও ৪-এর তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ে প্রায় সাড়ে ৪০০টি স্থানে বিদ্যুতের সঞ্চলনকারী তার ছিঁড়ে গেছে। 

প্রায় দুই শতাধিক স্থানে বৈদ্যুতিক খুঁটি হেলে গেছে, শতাধিক স্থানে ক্রস আর্ম ভেঙ্গে গেছে, দেড় শতাধিক স্থানে ইনসুলেটর ও ৩ শতাধিক স্থানে মিটার ভেঙে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। 

কুমিল্লা মহানগরীসহ ১৭টি উপজেলা ও পাশের দুটি জেলার আরও দুই উপজেলায় বিদ্যুৎ বিতরণ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুতের চারটি সমিতি। 
তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন কুমিল্লা মহানগরী এলাকায় বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক আছে। 

ঘূর্ণিঝড়ে এ এলাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মো. আবু রায়হান বলেন, ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক লাইন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ের রাত থেকেই আমাদের লোকজন কাজ করছে। 

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের সব লাইনই চালু আছে। তবে বিভিন্ন সেকশন বন্ধ থাকায়, কিছু কিছু এলাকায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ নেই। দ্রুতই সে সব এলাকায় সমস্যার সমাধান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০