সুনামগঞ্জে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে টাস্কফোর্স 

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৭:১৬ আপডেট: : ০১ জুন ২০২৫, ১৮:১২
রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় ইঞ্জিন-চালিত নৌকাসহ এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১ জুন ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় সুরমা নদীতে অভিযানকালে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ  ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে জেলা টাস্কফোর্স।

আজ রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে সুরমা নদীর হালুয়ারঘাট এলাকায় ইঞ্জিন-চালিত নৌকাসহ এসব ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে টাস্কফোর্স সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়ার ঘাট এলাকায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মেহেদী হাসান হৃদয়- এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন-চালিত কাঠের নৌকা সহ একহাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, সাতহাজার ২০০ পিস ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করে। জব্দকৃত সামগ্রীর সর্বমোট আনুমানিক মূল্য দুইকোটি তিনলাখ ৬ হাজার টাকা।

এ অভিযানে সুনামগঞ্জ-২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম-সহ ২০ জন জওয়ান অংশ নেন।

সুনামগঞ্জ- ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা সুনামগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০