জামায়াতের নিবন্ধন ও ইশরাকের মেয়র ইস্যু : আদালতের আদেশের কপি প্রাপ্তির পর সিদ্ধান্ত : ইসি সচিব

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৭:১৬
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীকের বিষয় এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর আইনগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের  সিনিয়র সচিব আখতার আহমেদ।  

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পায়নি। পর্যবেক্ষণ (অভজারভেশন) পাওয়ার পরে এই বিষয়ে আইনগতভাবে যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসি সচিব জামায়াতে ইসলামীর প্রতীকের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,  আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন। প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে সেটার কোনো ডুকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার সুযোগ থাকে না।

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে তিনি বলেন, ইশরাকের ব্যাপারেও আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। অবজারভেশন ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। আমি আপনাকে আবারও বলছি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদের শেষ দিন আজ এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, শেষ দিন কি শুরু দিন এটার ব্যাপারেরও আমার একই কথা। আমরা যতক্ষণ পর্যন্ত না আদালত থেকে আদেশের কপি পাচ্ছি, ততোক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কোন দিকে গড়াবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন কমিশনেরও সিদ্ধান্ত নেয়ার একটা নির্দিষ্ট পরিস্থিতি আছে। কাজেই কাগজটা হাতে পেলেই সিদ্ধান্ত নেব।

এর আগে রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছে আদালত।

অন্যদিকে গত বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
১০