বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২২:০৬
ছবি : ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)ক্যাম্পাসে দিনব্যাপী ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করা হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

ঢাবি  উপাচার্য পরিবেশ সংরক্ষণ আন্দোলনে সারা বছর সম্পৃক্ত থাকতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এ দেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ভালো কাজ করার উদাহরণ তৈরি করতে হবে। 

তিনি আরো বলেন, পরিবেশের সঙ্গে মানবজাতির অস্তিত্ব জড়িয়ে আছে। মানবজাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে  হবে। পরিবেশ দূষণ রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। 

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ সংগঠনটির  কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫
উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে : অর্থ উপদেষ্টা
রাঙ্গামাটিতে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ডিএসইতে আজ ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ শেয়ারের লেনদেন হয়েছে
ভারত সিরিজে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন স্টার্ক, বাদ লাবুশেন
রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ: বিশ্বব্যাংকের পূর্বাভাস
‘অনিচ্ছা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ইউরোপীয়ান লিগ খেলার অনুমতি দিল উয়েফা
১০