পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রম শুরু করছে যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:২৫

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের ঠিক আগে এ ঘোষণা দেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মস্কো একটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তি চালিত ড্রোন পানির নিচের সফলভাবে পরীক্ষা করেছে। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে ওয়াশিংটনের সতর্কবার্তা থাকলেও তোয়াক্কা করেনি রাশিয়া। এ ঘটনার পরই পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার ঘোষণা দিলেন ট্রাম্প।

ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, ‘অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্র সমানভাবে পরীক্ষার নির্দেশ দিয়েছি।’ তবে এ প্রসঙ্গে তিনি রাশিয়া ও চীনের নাম সরাসরি উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি এবং তিনি নিজেই ‘বিদ্যমান অস্ত্রগুলোর সম্পূর্ণ হালনাগাদ ও সংস্কার’ করার প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বলেন, রাশিয়া দ্বিতীয় অবস্থানে এবং চীন অনেক পিছিয়ে রয়েছে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমকক্ষ হয়ে উঠবে।

ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। শুধু বলেছেন ‘প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে শুরু হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০