পারমাণবিক অস্ত্র পরীক্ষা কার্যক্রম শুরু করছে যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:২৫

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সম্মেলনের ঠিক আগে এ ঘোষণা দেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মস্কো একটি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তি চালিত ড্রোন পানির নিচের সফলভাবে পরীক্ষা করেছে। পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে ওয়াশিংটনের সতর্কবার্তা থাকলেও তোয়াক্কা করেনি রাশিয়া। এ ঘটনার পরই পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার ঘোষণা দিলেন ট্রাম্প।

ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, ‘অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্র সমানভাবে পরীক্ষার নির্দেশ দিয়েছি।’ তবে এ প্রসঙ্গে তিনি রাশিয়া ও চীনের নাম সরাসরি উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি এবং তিনি নিজেই ‘বিদ্যমান অস্ত্রগুলোর সম্পূর্ণ হালনাগাদ ও সংস্কার’ করার প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বলেন, রাশিয়া দ্বিতীয় অবস্থানে এবং চীন অনেক পিছিয়ে রয়েছে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমকক্ষ হয়ে উঠবে।

ট্রাম্প পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি। শুধু বলেছেন ‘প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে শুরু হবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠন ও নবম ওয়েজ বোর্ড পূর্ণ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সাংবাদিকদের সমাবেশ
বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ খাতের ইনডেমনিটি আইন বাতিল করা হবে : রিজভী
বিগত তিনটি সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত কমিশনে শুনানি শুরু  
সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিন চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান
খুলনা-রাজশাহী ম্যাচের প্রথম দিনই বোলারদের দাপট
এবাদত-খালেদের তোপে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন বিপাকে ঢাকা বিভাগ
পটুয়াখালীতে বিএনপি’র পথসভা
চাঁদপুরে শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সমাজ বদলের চেষ্টা করবে : জামায়াত আমির
সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি
১০