কক্সবাজারে সুগন্ধা পয়েন্টে সরকারি জমি উদ্ধার

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ২১:৪৯
ছবি: বাসস

কক্সবাজার, ৪ জুন ২০২৫ (বাসস): জেলা শহরে আজ সাগরতীরের সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে ২ একর ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে প্রশাসন।

অভিযানকালে অবৈধভাবে নির্মিত ৬৪টি পাকা দোকান ভেঙে দেওয়া হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাল খতিয়ান সৃজন করে এ সরকারি জমি অবৈধভাবে দখলে নিয়েছিল একটি জালিয়াত চক্র।

আজ বুধবার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

যৌথ অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা। অভিযান তদারকির দায়িত্বে ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা জানান, সরকারি জমি দখল করে একটি চক্র অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এ অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধভাবে নির্মিত পাকা দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, সাগরতীরে আনুমানিক প্রায় দুইশ’ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতাংশ সরকারি জায়গা দখল করে টিনের ঘেরা দিয়ে দোকান নির্মাণ করা হচ্ছিল। একটি জালিয়াত চক্র এই জমি দখলের জন্য তৈরি করেছিল ভুয়া খতিয়ান।

অভিযানকালে এ সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলকে আওয়ামী লীগের বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
রাশিয়ার হামলায় ইউক্রেনে হতাহত ১১
চুক্তি মেনে নেওয়ার জন্য হামাসের হাতে ‘সময় খুব কম’ : রুবিও
খুলনায় নবজাতক চুরির ৬ ঘণ্টা পর উদ্ধার
সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত
মার্কিন কোম্পানিগুলোকে ত্রৈমাসিক রিপোর্ট করতে হবে না: ট্রাম্প
গাজায় আগুন জ্বলছে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী
১০