বান্দরবান জেলা বিএনপির কমিটি অনুমোদন

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:৪৬

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস): সাচিং প্রু জেরীকে আহ্বায়ক এবং মোহাম্মদ জাবেদ রেজাকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলার ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কমিটির সদস্যদের নাম বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক-সাচিং প্রু জেরী, সদস্যসচিব-মোহাম্মদ জাবেদ রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক-অধ্যাপক ওসমান গনি এবং লুসাই মং, যুগ্ম আহ্বায়ক-মুজিবর রশীদ, আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন তুষার, সা শৈ প্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, বাবু রিটল কান্তি বিশ্বাস ও মো. নেজাম উদ্দিন চৌধুরী।

কমিটির সদস্যরা হলেন, মিসেস মাম্যাচিং, নাজেমুল ইসলাম চৌধুরী, আবদুল শুক্কুর, নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, সাবিকুর রহমান, সরওয়ার জামাল, চনু মং, সেলিম রেজা, থোয়াইনু অং চৌধুরী, আলহাজ মো. মুছা, মং শৈ হ্লা, আব্দুর রব, নুরুল আলম কোম্পানি, আরেফ উল্লাহ ছোট্ট, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, মং ক্য নু চৌধুরী, অ্যাডভোকেট মিসেস উম্যাসিং, মাসুক আহমেদ, শ্যামল কান্তি বড়ুয়া, নাছির উদ্দিন চৌধুরী, টিমং প্রু, আবু তাহের মিয়া, আবু বক্কর, সাইফুদ্দিন, আবুল হাশেম, উফাসা মার্মা, মং শৈ ম্রাই, শৈ সা অং, নজরুল ইসলাম ও নুমং প্রু মার্মা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক 
মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সদস্যদের সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন 
৬৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার 
সীমানা নিয়ে তৃতীয় দিনের শুনানি: ৩০৯ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে ‘স্টোররেন্ট’ একমাস স্থগিত
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
১০