ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০০:২৩

ঝিনাইদহ, ৭ জুন, ২০২৫ (বাসস): জেলার শৈলকূপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শনিবার রাত নয়টার দিকে শৈলকূপা উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হোসেন হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

এঘটনায় গুরুতর আহতরা হলেন, হরিনাকুন্ডু উপজেলা পুরাহাটি গ্রামের আহাতাব মন্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২৪) ও একই গ্রামের রিংকু (১৮), জাহিদুল ইসলামের ছেলে সাগর (১৫) ও শুকুর আলীর ছেলে গিয়াসউদ্দিন।

স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, রাত নয়টার দিকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।  একটি মোটরসাইকেলে তিনজন ও অপর মোটর সাইকেলে চারজন আরোহী ছিলেন। শৈলকূপা  উপজেলার যাদবপুর গ্রামে মোটরসাইকেল দু’টির মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তামিম হোসেন মারা যান।

এসআই আমিরুল ইসলাম বলেন, গুরুতর আহতদের ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুর পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচি শুরু
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির তিন টন চাল উদ্ধার 
খুলনায় ট্রাক চাপায় রিকশা চালক নিহত
বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ
১০