ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই এনসিপি’র প্রত্যাশা 

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১০:৪৫
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ৮ জুন, ২০২৫ (বাসস): ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই আমাদের প্রত্যাশা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুকে দলের পক্ষে এক পোস্টে দেশবাসীর উদ্দেশ্যেবলেন,‘পবিত্র ঈদুল আযহায় সকলের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও ধৈর্যের শিক্ষা দেয়। আমরা শুধু পশুই কোরবানি করি না; বরং নিজের অহংকার, স্বার্থপরতা এবং অন্যায়ের সঙ্গে আপসের মনোভাবকেও ত্যাগ করার শপথ নেই।’

এনসিপি’র আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, ‘সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই হোক আজকের দিনের প্রত্যাশা।’

জুলাই অভ্যুত্থানে এই জনপদের মানুষের ত্যাগের সর্বোচ্চ রূপ ফুটে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সাহসী ও ত্যাগী মানুষেরা নিজেদের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন-নিজেরা দায়িত্ব নিয়ে কর্তা হয়ে না উঠলে পরিবর্তন আসে না, আর আত্মত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সকল শহীদকে, যাঁদের রক্তে এই জাতি নতুন আশার আলো দেখেছিল।’

এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিব আরো বলেন, ‘ঈদের পবিত্রতায় আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ ও জুলাই ঘোষণা প্রণয়ন ও কার্যকর করতে হবে। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হোক ব্যক্তি ও সমাজ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ
মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ক্ষমতায় গেলে দেশের পররাষ্ট্রনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’ : তারেক রহমান
ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত
মাউশি’র মহাপরিচালক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার চালু
ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত 
১০