দেলদুয়ারে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ২১:১৫
ছবি: বাসস

টাঙ্গাইল, ৯ জুন, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যাপক আমিনুজ্জামান, ব্যারিস্টার মো. গোলাম নবী, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরুজ, সাবেক পুলিশ সুপার আইন উদ্দিন, চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুর রহমান বুলেট, টাঙ্গাইল আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ। এ সময় চালা আটিয়া গ্রামের সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি মহল বিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছে। এটি সরকারি স্কুলের কাজ। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী। ইতোমধ্যে পাইলিং কাজ শেষ। কিন্তু নতুন ভবন না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন ভবন খুবই প্রয়োজন।

সম্প্রতি একটি মহল চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০