দেলদুয়ারে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ২১:১৫
ছবি: বাসস

টাঙ্গাইল, ৯ জুন, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যাপক আমিনুজ্জামান, ব্যারিস্টার মো. গোলাম নবী, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরুজ, সাবেক পুলিশ সুপার আইন উদ্দিন, চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুর রহমান বুলেট, টাঙ্গাইল আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ। এ সময় চালা আটিয়া গ্রামের সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি মহল বিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছে। এটি সরকারি স্কুলের কাজ। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী। ইতোমধ্যে পাইলিং কাজ শেষ। কিন্তু নতুন ভবন না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন ভবন খুবই প্রয়োজন।

সম্প্রতি একটি মহল চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করা আপিলে রাষ্ট্র পক্ষের শুনানি চলছে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ
ট্রাম্পকে মোকাবেলায় ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জেলা পুনর্নির্ধারণের জন্য ভোট : মার্কিন গণমাধ্যম
দিনাজপুরে দুদকের গণশুনানি ১০ নভেম্বর
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ২
রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের যাত্রা শুরু
চট্টগ্রামে বিএডিসি’র খাল পুনঃখননে হাজারো কৃষকের মুখে হাসি
চাঁদপুরে পাসপোর্ট করতে এসে হাতেনাতে ধরা পড়লেন দুই রোহিঙ্গা নারী  
ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে 
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশংকা
১০