দেলদুয়ারে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ২১:১৫
ছবি: বাসস

টাঙ্গাইল, ৯ জুন, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যাপক আমিনুজ্জামান, ব্যারিস্টার মো. গোলাম নবী, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরুজ, সাবেক পুলিশ সুপার আইন উদ্দিন, চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুর রহমান বুলেট, টাঙ্গাইল আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ। এ সময় চালা আটিয়া গ্রামের সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি মহল বিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছে। এটি সরকারি স্কুলের কাজ। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী। ইতোমধ্যে পাইলিং কাজ শেষ। কিন্তু নতুন ভবন না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন ভবন খুবই প্রয়োজন।

সম্প্রতি একটি মহল চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তিন মাদক কারবারি আটক
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবেন পাপুয়া নিউ গিনির নাগরিকরা
ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি
পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার
কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল
১০