গাজীপুর থেকে চুরি  হওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার -২

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৪৮

গাজীপুর, ১০ জুন, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে একটি মিনি ট্রাক চুরি হওয়ার ৫ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আটক আসামীরা হলো, খুলনা মহানগরীর খালিশপুর থানার নয়াবাটির মোড় এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে জায়েদ (৪০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাগদা এলাকার মৃত রাজুর ছেলে হৃদয় (২২)।

আজ সকালে বাসসকে এসব তথ্য জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাহ উদ্দিন।

তিনি আরো জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার সুমন মিয়া অভিযোগ করেন, গতকাল সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ১টার মধ্যবর্তী সময়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে তার মালিকানাধীন টাটা কোম্পানির একটি মিনি ট্রাক (রেজিঃ নম্বর ঢাকা-ন-২৩-০৪১৯) চুরি হয়েছে। এমন অভিযোগ পাওয়ার পর কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনির হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেন। পরে তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ জেলাধীন যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনার ৫ ঘণ্টার মধ্যে উল্লিখিত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এসময় আসামিদের হেফাজত থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটি উদ্ধার করে জব্দ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০