গাজীপুর থেকে চুরি  হওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার -২

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৪৮

গাজীপুর, ১০ জুন, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে একটি মিনি ট্রাক চুরি হওয়ার ৫ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আটক আসামীরা হলো, খুলনা মহানগরীর খালিশপুর থানার নয়াবাটির মোড় এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে জায়েদ (৪০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাগদা এলাকার মৃত রাজুর ছেলে হৃদয় (২২)।

আজ সকালে বাসসকে এসব তথ্য জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাহ উদ্দিন।

তিনি আরো জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার সুমন মিয়া অভিযোগ করেন, গতকাল সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ১টার মধ্যবর্তী সময়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে তার মালিকানাধীন টাটা কোম্পানির একটি মিনি ট্রাক (রেজিঃ নম্বর ঢাকা-ন-২৩-০৪১৯) চুরি হয়েছে। এমন অভিযোগ পাওয়ার পর কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনির হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেন। পরে তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ জেলাধীন যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনার ৫ ঘণ্টার মধ্যে উল্লিখিত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এসময় আসামিদের হেফাজত থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটি উদ্ধার করে জব্দ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করা আপিলে রাষ্ট্র পক্ষের শুনানি চলছে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৪ হাজার কেজি জাটকা জব্দ
ট্রাম্পকে মোকাবেলায় ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জেলা পুনর্নির্ধারণের জন্য ভোট : মার্কিন গণমাধ্যম
দিনাজপুরে দুদকের গণশুনানি ১০ নভেম্বর
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ২
রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় কার্যালয়ের যাত্রা শুরু
চট্টগ্রামে বিএডিসি’র খাল পুনঃখননে হাজারো কৃষকের মুখে হাসি
চাঁদপুরে পাসপোর্ট করতে এসে হাতেনাতে ধরা পড়লেন দুই রোহিঙ্গা নারী  
ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে 
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের আশংকা
১০