গাজীপুর থেকে চুরি  হওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার -২

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৪৮

গাজীপুর, ১০ জুন, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে একটি মিনি ট্রাক চুরি হওয়ার ৫ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

আটক আসামীরা হলো, খুলনা মহানগরীর খালিশপুর থানার নয়াবাটির মোড় এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে জায়েদ (৪০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাগদা এলাকার মৃত রাজুর ছেলে হৃদয় (২২)।

আজ সকালে বাসসকে এসব তথ্য জানিয়েছেন, গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাহ উদ্দিন।

তিনি আরো জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার সুমন মিয়া অভিযোগ করেন, গতকাল সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ১টার মধ্যবর্তী সময়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে তার মালিকানাধীন টাটা কোম্পানির একটি মিনি ট্রাক (রেজিঃ নম্বর ঢাকা-ন-২৩-০৪১৯) চুরি হয়েছে। এমন অভিযোগ পাওয়ার পর কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মনির হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেন। পরে তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ জেলাধীন যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনার ৫ ঘণ্টার মধ্যে উল্লিখিত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এসময় আসামিদের হেফাজত থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটি উদ্ধার করে জব্দ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১৫
উন্নয়ন অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে : অর্থ উপদেষ্টা
রাঙ্গামাটিতে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ডিএসইতে আজ ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ শেয়ারের লেনদেন হয়েছে
ভারত সিরিজে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন স্টার্ক, বাদ লাবুশেন
রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ: বিশ্বব্যাংকের পূর্বাভাস
‘অনিচ্ছা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ইউরোপীয়ান লিগ খেলার অনুমতি দিল উয়েফা
১০