পিরোজপুরের চলিশা বাজার খালের পাশে ‘জেডআরএফ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:৩৭
ছবি : বাসস

পিরোজপুর, ১০ জুন, ২০২৫ (বাসস) : জেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলিশা বাজারের ভারানি খালের পাশে কয়েক শতাধিক নিমগাছ রোপন করা হয়েছে।

সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা বাজারের খালের পাশে নিমগাছ রোপন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তৃতা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা চলিশা বাজার এলাকা। ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা বাজার সংলগ্ন খালটি কাটা হলে এর উদ্বোধন করতে আসেন তিনি। এ সময়  এখানে পানির পাম্প মেশিন চালাতে গিয়ে আহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান যে খালটি কেটেছিলেন সেই খালের পাশে কয়েক শতাধিক নিমগাছ রোপন করা হলো। শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃক্ষরোপণ কার্যক্রম ৭ দিনব্যাপী চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০