পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযান, ৩ ট্রলিং বোট জব্দ

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২২:১৫
পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযান, ৩ ট্রলিং বোট জব্দ -ছবি : বাসস

পটুয়াখালী, ১০ জুন, ২০২৫ (বাসস) : জেলার  কলাপাড়ায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়েছে। বোটগুলে হলো-এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন নিজামপুর উপজেলার মহিপুর মৎস্য বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়। 

এসময় বৈধ কাগজপত্র এবং পর্যাপ্ত লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় অভিযানে খাপড়াভাঙ্গা নদী থেকে এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দকৃত ট্রলিং বোটগুলোকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছে । 

তিনি জানান, সাগরের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প
১৮ জুলাই : ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১
জাবিতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’-এর যাত্রা শুরু
সিরিয়ায় নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে
ইরাকের শপিংমলে অগ্নিকাণ্ডে হতাহত ৫০
সাব-রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয় গ্রহণে প্রস্তুত: ভূমি উপদেষ্টা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
মাদারীপুরে ডিমভর্তি পিকআপ খাদে পড়ে ব্যবসায়ী নিহত
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১০