পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযান, ৩ ট্রলিং বোট জব্দ

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২২:১৫
পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযান, ৩ ট্রলিং বোট জব্দ -ছবি : বাসস

পটুয়াখালী, ১০ জুন, ২০২৫ (বাসস) : জেলার  কলাপাড়ায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়েছে। বোটগুলে হলো-এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন নিজামপুর উপজেলার মহিপুর মৎস্য বন্দর এলাকায় বিশেষ অভিযান চালায়। 

এসময় বৈধ কাগজপত্র এবং পর্যাপ্ত লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় অভিযানে খাপড়াভাঙ্গা নদী থেকে এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ ট্রলিং বোট জব্দ করা হয়।

জব্দকৃত ট্রলিং বোটগুলোকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছে । 

তিনি জানান, সাগরের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তিন মাদক কারবারি আটক
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবেন পাপুয়া নিউ গিনির নাগরিকরা
ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি
পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার
কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল
১০